
প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) সকালে দামুড়হুদা উপজেলার পাটাচোরা ও সদর উপজেলার বেগমপুরের ঝাঁজরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দামুহুদা পাটাচোরা গ্রামের মল্লিকপাড়ার খেদের মল্লিকের ছেলে আহাম্মেদ আলী মল্লিক (৭০) ও সদরের বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল হোসেন (২৮) । এ সময় আহত হয়েছে টনু খাতুন নামে এক নারী। টনু খাতুন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে দামুড়হুদার পাটাচোরা গ্রামের ইশেরগাড়ী মাঠ থেকে কাজ শেষে আহম্মেদ মল্লিক বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বেগমপুরের ঝাঁজরি গ্রামের বস্তির পাশে রুবেল হোসেন একটি দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, সকালে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন