
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা তিনদিন সাধারণ ছুটির পর বুধবার (২৪ জুলাই) চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিস। আজ অফিস চলবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অফিস শুরুর দিনে সকাল থেকে ঢাকার সড়কে গণপরিবহনের সাথে দেখা যায় যানজট। চেনা রূপে ফিরতে শুরু করছে রাজধানী।
আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে সরকার সারা দেশে কারফিউ জারির পর গত কয়েকদিন দেশের সড়ক-মহাসড়কগুলো পুরোপুরি ফাকা ছিল। প্রায় পুরেোপুরি বন্ধ ছিল গণপরিবহন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
সরেজমিনে, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, বাড্ডা, রামপুরা, নতুনবাজার, নদ্দা, বসুন্ধরা, গুলশান এলাকা ঘুরে দেখা গেছে গণপরিবহন চলছে। এবং গণপরিবহন তুলনামুলক কম হওয়াতে যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়।
এদিকে, গত ১৮ জুলাই বিকেলে মহাখালীর দুযোর্গ ব্যবস্থাপনা ভবনে নাশকতাকারীদের দেয়া আগুনে সঞ্চালন লাইন পুড়ে যাওয়ায় সেদিন রাত থেকে সারা দেশে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এতে স্থবির হয়ে পড়ে ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তি খাত।
মন্তব্য করুন