রূপালী ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ০১:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

চোখে-মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ

ছবি: ফেসবুক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ, ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে নিহতদের জন্য ঘোষিত 'একদিনের রাষ্ট্রীয় শোক'-কে 'শহীদদের রক্তের সাথে তামাশা' উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 

সোমবার (২৯ জুলাই)  বিকেলে মন্ত্রী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তা প্রত্যাখ্যান করে বিবৃতি দেয়। 

একইসাথে আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির প্রতিবাদে ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে অনেকে  লাল রঙের ফেসবুক প্রোফাইল পিকচারও দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) ফেসবুকে প্রোফাইল, গ্রুপ ও পেজ ঘুরে দেখা যায়, অনেকে প্রোফাইলে লাল ছবি দেওয়ার পাশাপাশি চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয়ভাবে ছবি দিয়েছেন। ফলে ফেসবুক লাল রঙের প্রোফাইল ফটোতে সয়লাব হয়ে গেছে।


আরবি/জেআই

মন্তব্য করুন