
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবীতে দেশব্যাপী চলমান কোটা আন্দোলনে যাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক এক শিক্ষার্থীকে মারধর ও হল থেকে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হাফিজের বিচার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) বিকাল ৪ টার দিকে প্রশাসন ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রশাসনের কাছে তার বিচার দাবি করেন আইন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে মাহফুজের উপর সন্ত্রাসী হামলার বিচার চাই; সন্ত্রাসী হাফিজের বিচার চাই; আজকে মাহফুজ, কালকে আমি? বাক-স্বাধীনতা কী সন্ত্রাসীদের জন্য? ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটা ছাত্র সংগঠনের ব্যানারে এক সন্ত্রাসী আমাদের বন্ধুর উপর হামলা করে এবং তাকে মারাত্মকভাবে আহত করেছে। কোন দল যদি বাক স্বাধীনতায়, প্রগতিশীলতায় বিশ্বাস করে তাহলে এমন ঘটনা ঘটাতে পারতো না। মতের বিরুদ্ধে মত থাকতেই পারে কিন্তু এজন্য হামলা কেন হবে? মাহফুজ অতীতেও ধর্মীয় উগ্রবাদ, সামাজিক উগ্রবাদের সময় এক্টিভলি কাজ করেছে। এরকম একটা প্রগতিশীল ছেলের নিরাপত্তা চেয়ে, হাফিজের বিচারের দাবীতে আমরা এখানে দাঁড়িয়েছি।
উল্লেখ্য, ছাত্রলীগের প্রোগ্রামে আসার জন্য ডাকতে যেয়ে কোটা সংস্কার আন্দোলনে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে জিয়া হলের ৪২০ নং কক্ষের শিক্ষার্থী মাহফুজকে মারধর ও হল থেকে চলে যেতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজের বিরুদ্ধে হলের প্রভোস্ট ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী মাহফুজ।
মন্তব্য করুন