
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
মানুষের হাড় থেকে তৈরি এক প্রকার মাদক ছড়িয়ে পড়েছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। এর প্রকোপ এতই বেড়ে গেছে যে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট। খবর- বিবিসি
কুশ নামের এই মাদকটি বেশ কয়েক বছর ধরে সে দেশে পরিচিত। এর অন্যতম একটি উপাদান মানুষের হাড়। সিয়েরা লিওনের অনেক কবরস্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে মাদকাসক্তরা কবর খুঁড়ে হাড় চুরি করতে না পারে।
কুশ ব্যবহারে মাদকাসক্তদের হাত-পা ফুলে যায়। রাস্তায় রাস্তায় তাদের বসে থাকতে দেখা গেছে। এক মাদকাসক্ত জানায়, কুশের আসক্তি থেকে বের হয়ে আসা খুবই কঠিন।
সরকারিভাবে মৃত্যুর কোনো হিসাব না থাকলেও স্থানীয়ভাবে জানা গেছে, গত কয়েক মাসে শত শত কুশ ব্যবহারকারীরা মারা গেছেন অর্গান ফেইলিওর হয়ে। আর মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব যে ভয়াবহ তা বলাই বাহুল্য।
সিয়েরা লিওনের একমাত্র মানসিক রোগের হাসপাতালে ২০২০ সাল থেকে ২০২৩ সালের মাঝে কুশে আসক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪ হাজার শতাংশ। এ হাসপাতালের মোট রোগীর মাঝে ৬৩ শতাংশই কুশে আসক্ত।
মন্তব্য করুন