
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০২:১৪ এ এম
অনলাইন সংস্করণ
অভিনেতা সিয়াম আহমেদের জন্মদিন আজ। নায়ককে শুভেচ্ছায় সিক্ত করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তার জন্মদিনে শুভেচ্ছা জানালেন পরীমণিও। সামাজিক মাধ্যমে সিয়ামের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন পরী। লিখেছেন, আমাদের প্রথম সিনেমার প্রথম মিটিংয়ের ছবি ।
এরপর লেখেন, প্রিয় সিয়াম আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই তোমার বার্থডে উইশ জানাব! এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মোমরি। প্রতিবছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাবব, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিক ভাবে সখ্যতা বাড়ছে। আমরা দুজনেই বাবা মা হয়েছি। এখন শুধু দারুন দারুন কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হব দেখো ইনশাআল্লাহ ।
আরও লেখেন, আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচো । হ্যাপি বার্থডে।
সিয়ামের সঙ্গে প্রথম ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয় করেন পরীমণি। ছবিটির নির্মাতা ছিলেন চয়নিকা চৌধুরী। পরে আরও একটি ছবিতে দেখা গেছে তাদের।
মন্তব্য করুন