
প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ১১:১৫ এ এম
অনলাইন সংস্করণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নিবার্চনে তৃতীয় ধাপে আজ বুধবার জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ চলছে।
মাদারগঞ্জ উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাড়িয়ে ইভিএমে ভোট দিতে দেখা যায় ভোটারদের। অপরদিকে মেলান্দহ উপজেলায় তুলনামূলক কম ভোটার উপস্থিতি দেখা গেছে।
সকাল ৮ টা থেকে ইভিএমে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৩টি। দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দুই উপজেলায় ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার।
তবে জয়ের ব্যপারে সব প্রার্থীই আশাবাদ ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন