
প্রকাশিত: ১ মে, ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ
‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সদর উপজেলা মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় শ্রমিক নেতারা সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন