
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ
জয়পুরহাটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সার্কিট হাউজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।
পরে কালেক্টরেট চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
এ সময় দেশাত্মবোধক ও বর্ষ বরণের সংগীত এবং নৃত্য পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী গোষ্ঠীরা।
মন্তব্য করুন