
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
জয়পুরহাটে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। শনিবার বেলা ১১ টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। জয়পুরহাট ওলামা পরিষদের আয়োজনে এতে হাজারো মুসল্লী অংশ নেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা আবুল কালাম মোহাম্মদ শরিফ উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট ওলামা পরিষদের সভাপতি আল আমিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু জাফর, সাধারণ সম্পাদক মওলানা রুহুল আমিন প্রমুখ।
মাওলানা আবুল কালাম মোহাম্মদ শরিফ উদ্দিন জানান, বৃষ্টি না হলে নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকা নামাজ আদায় করতেন। এজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে ও ক্ষমা চেয়ে ২ রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
এদিকে বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে. জয়পুরহাটের তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। আপাতত এ জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
মন্তব্য করুন