
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৪, ১২:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
কথা কাটা-কাটির এক পর্যায়ে স্কুলের সহকারী শিক্ষক হুমায়ুন কবির একই স্কুলের সহকারী শিক্ষিকা পূবালী মিত্রকে কিল ঘুষি মেরে আহত করেছেন। বিষয়টি বিদ্যালয় চত্তরে ঘটলেও শুধুই চেয়ে চেয়ে দেখেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহারসহ সকল শিক্ষার্থীরা।
গতকাল (১৬ মার্চ) বিকেল ৩ টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর দক্ষিণপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উক্ত হামলার শিকার হন।
আহত সহকারী শিক্ষিকা পূবালী মিত্র জানান, স্কুলে প্রায় সময় সহকারী শিক্ষক হুমায়ুন কবির আমাকে উল্টা পাল্টা কথাবার্তা বলতেন। এর প্রতিবাদ করতে গেলেই আমাকে স্কুল থেকে বের করে দেবার হুমকি পর্যন্ত দিতেন। ঐ দিন বিকাল ৩টার দিকে স্কুল চত্তরে আমাকে আবার উল্টা পাল্টা কথাবার্তা বলতে থাকেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির। আমি প্রতিবাদ করা মাত্রই আমাকে কিল ঘুষি মেরে আহত করেন তিনি।
সহকারী শিক্ষক হুমায়ুন কবির জানান, আমি তাকে মেরেছি এটাই। এর থেকে আর বেশি কিছুই বলতে পারবোনা।
এ বিষয়ে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহারের সাথে।
তিনি বলেন, কি কারনে তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। তবে বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পূবালী মিত্রকে এ ভাবে মারাটা ঠিক হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে আমি উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিযেছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন