
প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ১২:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের চারটি উপজেলা পরিষদ নির্বাচনে গোপালপুরে চেয়ারম্যান পদে কেএম গিয়াস উদ্দিন, মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও সখীপুরে মুহাম্মদ আবু সাইদ মিয়া এবং বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে কাজী অলিদ ইসলাম পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে তাহরীম হোসেন সীমান্তকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাহরীম আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত একাব্বর হোসেনের ছেলে। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এসএম মোজাহিরুল ইসলাম মনির কাপ-পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৩১৮৮৪ ভোট।
সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুহাম্মদ আবু সাঈদ মিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনে তিনি আনারস প্রতীকে ৩৭ হাজার ৭৯১ ভোট পেয়েছেন। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী সানোয়ার হোসেন সজিব গামছা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪১ ভোট।
বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মত চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাজী অলিদ ইসলাম। তিনি চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৮ হাজার ৮৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহা: শহীদুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬৫৯ ভোট।
গোপালপুর পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে কেএম গিয়াস উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৫১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আইয়ুব খান হেলিকপ্টার প্রতীকে ৯ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন।
ফলাফল শেষে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, চার উপজেলার ৩৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই সব উপজেলায় ২০ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন প্রতিদ্বদ্বিতা করেছেন। গোপালপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থীরা আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন