ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মে, ২০২৪, ০৩:১১ পিএম

অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে পুকুরে বাঁধ নির্মাণের সময় ৩৪ কেজি ওজনের কষ্ঠি পাথরের মূর্তি পাওয়া গেছে। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সেটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

শনিবার (২৫ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি রাজাপুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামক স্থানে পুকুরের বাঁধ নির্মাণের সময় মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। পরে পুকুরে বাঁধ নির্মানকারী ইয়াসিন আলী (৫০) নামে এক ব্যবসায়ী মূর্তিটি নিজ হেফাজতে নেয়।

পুকুর মালিক ও স্থানীয় সুত্রে জানা যায়, পুকুরের বাঁধ নির্মাণের কাজে ব্যবহৃত গাড়িটির সাথে মূর্তিটির ধাক্কা লাগে এবং শব্দ হয়। পরে পুকুর মালিকের চাচা ইয়াসিন আলী মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।খবর পেয়ে সদর থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটির ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম।

পুকুর মালিক আশরাফুল হক জামালি জানান মূর্তি পাওয়ার কথা স্বীকার করে বলেন, শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে আমার চাচা ইয়াসিন আলী মূর্তিটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

 

মন্তব্য করুন