
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক দখল করে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় গড়ে তোলা হয়েছে অবৈধ ট্রাকস্ট্যান্ড। সেখানে যত্রতত্রভাবে ট্রাক রাখার কারণে সড়ক সংকীর্ন হয়ে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে দূভোর্গের শিকার হচ্ছে শহরবাসীসহ দুরপাল্লার পরিবহন যাত্রীরা।
এলাকাবাসীরা জানায়, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে যুব উন্নয়ন অফিসের পাশে ট্রাক টার্মিনালের জন্য স্থান বরাদ্দ দেওয়া হলেও সেখানে বাইরের ট্রাকসমূহ দাঁড়ায় না।এদিকে ট্রাক চালকরা ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ট্রাক বন্দোবস্তকারী সমিতির অফিসের সামনে এলোমেলো ভাবে ট্রাক গ্যারেজ করে থাকে । এতে মূল সড়কটি অলিখিত ট্রাকস্ট্যান্ডে পরিণত হয়েছে। শুরুর দিকে গুটি কয়েকটি ট্রাক মহাসড়কের দুই পাশে গ্যারেজ করলেও বর্তমানে প্রতিদিন সেখানে শতাধিক ট্রাক রাস্তা দখল করে রাখছে। আর সেখানে থাকা ট্রাকগুলি থেকে চাঁদা তুলছে স্থানীয় মটর শ্রমিক ইউনিয়নের লোকজন।
পৌর কর্তৃপক্ষ বলছে, তাদের অনুমতি ছাড়াই অবৈধভাবে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অলিখিতভাবে ট্রাকস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। জেলা আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি বারবার তোলা হলেও বিষয়টির সমাধান হচ্ছেনা।
সরেজমিনে দেখা গেছে, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পর্যন্ত মহাসড়কের দুই পাশের রাস্তা দখল করে শত শত ট্রাক রাখা হয়েছে। ট্রাকের ইঞ্জিন মহাসড়কের মুল অংশে না থাকলেও বডি গিয়ে পড়েছে রাস্তার উপরে। ফলে মহাসড়কটি সংকুচিত হয়ে হয়ে পড়ায় সুষ্টি হচ্ছে যানজট।
ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা কমল কুমার রায় অভিযোগ করে বলেন, সকালে কিল্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থী ও অভিভাবকরা আসা যাওয়া করেন। স্কুল শুরু ও ছুটির সময় রাস্তার ওপর ট্রাক দাঁড়নোর কারণে দূর্ভোগে পড়তে হয় তাদের। অনেক সময় মূমুর্ষ রোগী এসে এখানে যানজটে আটকে পড়ে থাকে।
মহাসড়কে ট্রাক রাখতে গিয়ে মো: জাহিদুর রহমান নামে এক চালক বলেন, রাস্তার দুইপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি গাড়ি মেরামতের গ্যারেজ । ওই সব গ্যারেজে গাড়ি রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় রাস্তার ওপরেই ট্রাক রাখতে বাধ্য হচ্ছি।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নূর নেওয়াজ আহম্মদ জানান, সন্ধ্যা হলেই ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ট্রাক এসে দাঁড়ায়। চালকরা ট্রাক রেখে স্থানীয় হোটেলে রাত কাটায়।অনেকে আবার ট্রাক ধোয়া মোছা ও মেরামতের কাজ এখানে করায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা অঘোষিত ট্রাক স্ট্যান্ডে পরিণত হয়েছে।
ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, পুরাতন বাসস্ট্যান্ডে রাস্তার পাশে ট্রাক দাড়িয়ে রাখা বেশিরভাগ ট্রাকই হলো বহিরাগত।তারা মালামাল নিয়ে অথবা রাত হওয়ায় এখানে থেকে যায়।সে কারণে তারা একদিনে থাকার হোটেলের সুবিধা এবং দ্বিতীয়ত: নিরাপত্তার অজুহাতে তারা রাস্তার পার্শে ট্রাক রাখায় অঘোষিত ট্রাক স্ট্যান্ডের তৈরী হচ্ছে।
ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আন্জুমান আরা বন্যা বলেন, ইতোমধ্যে শহরে প্রবেশ পথে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের পাশে ট্রাক টার্মিনাল নির্মানের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।কিন্তু আশেপাশে বিশ্রাম, খাওয়া দাওয়া ও টয়লেট সারার জায়গা না থাকায় বহিরাগত চালকরা ট্রাক নিয়ে শহরে প্রবেশ করে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে রাখায় এ অবস্থার সৃষ্টি করছে।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হয় এমন কোন কাজ করা যাবে না।ট্রাক ও ট্যাংকলড়ি সমিতির নেতাদের সঙ্গে কথা বলে শীঘ্রই অঘোষিত ট্রাক টার্মিনাল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন