কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৮:০৭ পিএম

অনলাইন সংস্করণ

ডিসি সাহেবের বলিখেলায় কুমিল্লার বাঘা শরিফ চ্যাম্পিয়ন

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের ঐতিহ্যবাহি ডিসি সাহেবের বলিখেলা খেলার ৬৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লার বাঘা শরীফ বলি। বলীখেলায় চ্যাম্পিয়ন হওয়া বাঘা শরিফ ট্রফির পাশাপাশি প্রাইজ মানি পেয়েছে ২৫ হাজার টাকা। পর্যটন নগরী কক্সবাজারে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের  বলিখেলার ৬৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরিফ। শনিবার ( ১১ মে) বিকেলে  কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারিরা।

বিকেল সাড়ে ৫ টায় দুই বলির চূড়ান্ত কুস্তি শুরু হয়। ৩০ মিনিট পর শরীফ বলীকে বিজয়ী ঘোষণা করা হয়। এবারের বলিখেলায় ৪০০ এর অধিক কুস্তিগির অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন যথাক্রমে সৃজন চাকমা ও সীতাকুণ্ডে রাশেদ।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিসি সাহেবের বলিখেলায় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শাহীন ইমরান,  কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। 

বলীখেলায় চ্যাম্পিয়ন হওয়া বাঘা শরিফ ট্রফির পাশাপাশি প্রাইজ মানি পেয়েছে ২৫ হাজার টাকা। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীরা ট্রফির সঙ্গে পেয়েছেন যথাক্রমে ১৫  হাজার ১২ হাজার ও ১০ হাজার টাকা।

বলীখেলায় সেমিফাইনালে পর্যায়ের আগে মোট ৩০ রাউন্ড খেলা হয়। প্রাথমিক রাউন্ডে জয়লাভকারী প্রত্যেকে বিভিন্ন অংকের টাকা পেয়েছেন।

১৯৫৬ সালে এ অঞ্চলের মানুষের বিনোদনের জন্য ‘এসডিও সাহেবের বলী খেলা’ নামে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক বলী খেলার প্রচলন শুরু হয়। বলী খেলা ও বৈশাখী মেলা তখন থেকে পরিণত হয় এ জনপদের অধিবাসীদের প্রাণের উৎসবে। ১৯৮৪ সালের ১ মার্চ কক্সবাজার মহকুমা জেলায় উন্নীত হওয়ায় এসডিও সাহেরের বলী খেলার নতুন নামকরণ করা হয় ‘ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা’।

......

মন্তব্য করুন