
প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪, ০৩:৫১ এ এম
অনলাইন সংস্করণ
খুলনার ডুমুরিয়া উপজেলার ৮ নং শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাত ১০ টার দিকে মটরসাইকেল চালিয়ে খুলনায় যাওয়ার পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার ওয়াপদার মাথা মোড়ে পৌঁছালে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এসময় এলাকাবাসী উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির দেহের বিভিন্ন স্থানে ৭টি গুলি লাগে।
এই ঘটনায় হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল।
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে আলামত সংগ্রহের চেষ্টা করি। এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।
মন্তব্য করুন