রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০৮:২৩ পিএম

অনলাইন সংস্করণ

বললেন মেয়র তাপস

ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি

ছবি: সংগৃহীত

ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার সকালে রাজধানীর মালিবাগ মোড় সংলগ্ন উড়াল সেতুর নিচে ১২ নম্বর ওয়ার্ডের গণশৌচাগার উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ঢাকাবাসীকে আমরা রোগমুক্ত রাখতে পেরেছি। ‘একইসঙ্গে ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে রাখতে পেরেছি।’

মেয়র বলেন, ‘২০১৯ সালে ঢাকা শহরে সর্বোচ্চ (ডেঙ্গু) রোগী পাওয়া গিয়েছিল এডিস মশার বিস্তারের কারণে। সে সময় এক লাখ ৫৫ হাজার রোগী শনাক্ত হয়েছিল হাসপাতালে। গত বছর পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, ২০১৯ সালকেও ছাড়িয়ে যাবে। কিন্তু আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালের তথ্য-উপাত্ত অনুসারে, ঢাকা শহরে দক্ষিণ ও উত্তর মিলে সর্বোচ্চ এক লাখ ১৩ হাজার রোগী পাওয়া গেছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৯ সালের থেকে আমরা ৪২ হাজারের মতো রোগী আমরা কম রাখতে পেরেছি।’

ঢাকাবাসী যারা এসব বিষয়ে সচেতনতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করার কারণে তাদের ধন্যবাদ দেন মেয়র তাপস।   

 

মন্তব্য করুন