বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৫:৪২ পিএম

অনলাইন সংস্করণ

ঢাবিতে পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ৫ সাংবাদিক আহত

সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা শেষে পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ৫ জন সাংবাদিক আহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) বিকেলে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গায়েবানা জানাজা শেষ হলে এ ঘটনা ঘটে।

পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত সাংবাদিকরা হলেন- যমুনা টিভির রিপোর্টার ভাস্কর ভাদুড়ী, কালবেলার আকরাম হোসাইন ও জনি রায়হান, আজকের পত্রিকার মোজো রিপোর্টার শাবিব, চ্যানেল এস-এর সাংবাদিক সুলাইমান কবির।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিকেল ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আন্দোলনকারীরা টিএসসির দিকে রওনা দিলে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আরও পড়ুন: ছাত্রশিবির এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে নিহতদের জন্য এই গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচির ডাক দেওয়া হয়। যদিও কর্মসূচিটির নির্ধারিত স্থান ছিল রাজু ভাস্কর্যের পাদদেশে। তবে সেখানে পুলিশের বাধায় তা পালন করতে পারেননি আন্দোলনকারীরা।

এর আগে, টিএসসি এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাকে আটক করার সময় অন্তত ৫টি সাইন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ।

মন্তব্য করুন