রূপালী বিশ্ব

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ০৩:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমাকে বহিষ্কার করছে এএনসি

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) শৃঙ্খলা কমিটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল দেশটির একাধিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

সিদ্ধান্তটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। চলতি মাসের শুরুর দিকে জ্যাকব জুমার বিষয়ে দলের শৃঙ্খলা কমিটির কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় তাঁর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে ফাঁস হওয়া নথিপত্র হাতে পেয়েছে এএফপি। যেখানে উল্লেখ আছে, ‘অভিযুক্ত সদস্যকে এএনসি থেকে বহিষ্কার করা হলো। ২১ দিনের মধ্যে অভিযুক্ত সদস্যের ন্যাশনাল ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করার সুযোগ আছে।’নথিতে ২৯ জুলাই তারিখ উল্লেখ করা আছে।

গত বছরের ডিসেম্বরে নবগঠিত রাজনৈতিক দল উমখুনটো উই সিজকে (এমকে) সমর্থন দেন জ্যাকব জুমা। গত জানুয়ারিতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জুমার সদস্যপদ স্থগিত করে। গত ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে এএনসির কিছু ভোট এমকেতে চলে যায়। নির্বাচনে ১৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে এমকে তৃতীয় হয়। জুমা এখন দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার ৪০০ আসনবিশিষ্ট জাতীয় পরিষদে জুমার দলের ৫৮টি আসন আছে।

আরবি/এস 

মন্তব্য করুন