
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৪, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
‘তুফান’ সিনেমা নিয়ে এবার পরিচালক রায়হান রাফী জানালেন নতুন খবর দুটো নয়, তুফানের সিক্যুয়েল হলো তিনটা।
রাফি জানান, ‘ভারতে ছবির সেন্সরের সময় সেন্সর বোর্ডের কর্তারা জানতে চেয়েছিলেন কবে সিক্যুয়েল আসবে। আমাদের দুটো নয়, তিনটা সিক্যুয়েলের পরিকল্পনা। তাই জানিয়েছিলাম, খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বের ঘোষণা করব।’
ভারতীয় পত্রিকাকে রাফী বলেন, তুফান প্রথম দুই সপ্তাহেই বাজেটের টাকা ঘরে তুলেছে।
এই পরিচালক আরো বলেন, ‘‘তুফান’ বড় বাজেটের ছবি। বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যে সেই টাকা আমরা ফিরে পেয়েছি। অসাধারণ ঘটনা। তার মানে, বাণিজ্যিক ছবির চাহিদা এখনও রয়েছে। আবার দেখুন, বলিউডের অনেক ছবি কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে পারছে না। এ পারে ‘হাওয়া’র পর ‘সুড়ঙ্গ’-এর ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছি।’’
একজন গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে ‘তুফান’। ফিকশনধর্মী এ সিনেমার পটভূমি নব্বই দশকের। দ্বৈত চরিত্রে রয়েছেন শাকিব খান। তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলিসহ গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ।
সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস লিমিটেড, চরকি ও ভারতের এসভিএফ। গত ঈদে এটি দেশের পর্দায় মুক্তি পায়।
মন্তব্য করুন