
প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৪-২৫ অর্থ বছরে ৫৮ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৪৩১ টাকার সম্ভাব্য বাজেটে খাত-ওয়ারী বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে দুপচাঁচিয়া পৌরসভা সভাকক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র ইদ্রিস আলী, মহিদুল ইসলাম সরদার, জাহানারা বেগম, পৌর কাউন্সিলর আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, ইউনুছ আলী মহলদার মানিক, এসএম কায়কোবাদ, রেজানুর তালুকদার রাজিব।
এসময় সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিপা বেগম, শিল্পী খাতুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, হিসাব রক্ষন কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, শহর সমন্বয় কমিটির সদস্য হাফিজান রহমান মাস্টার, আলমগীর শেখ এটম, আব্দুর রশিদ, মাকসুদার রহমান মুকুল, ফজলুল হক, আনোয়ার উল আজাদ লিটন, সৈয়দ গোলাম আজাদ, রেখা বিবি, সাজেদা বিবি প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন