দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪, ১০:০৩ পিএম

অনলাইন সংস্করণ

দুর্গাপুরে মনিরুজ্জামান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

ছবি সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে মনিরুজ্জামান মনি'র (৫২) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ  সড়কের কৃষ্ণেরচর এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। 

মানববন্ধনে নিহতের পরিবার, স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। নিহত মনিরুজ্জামান মনি উপজেলার ইন্দ্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাচ্চু তালুকদার, আওয়ামী লীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি মেম্বার আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, শিক্ষক রুকন উদ্দিন শাহ, মুহ. তামিম মাও: আবু হানিফ, মাওলানা রুকন উদ্দিন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত (১৩ মার্চ) বুধবার বিকেলে মানুষ চলাচলের রাস্তায় ট্রাক রাখা নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের লোকজনের আঘাতে গুরুতর আহত হন মনিরুজ্জামান মনি। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে । পরে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

মন্তব্য করুন