
প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার রঘুনাথপুর কামিল মাদরাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে স্থানীয় এলাকাবাসী, বৃহস্পতিবার বেলা ১২ টায় রঘুনাথপুর কামিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে সহশতাধিক জনতা অভিভাবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতাহারসহ অধ্যক্ষের অপসারনের দাবিতে অভিভাবক, গ্রামবাসী, সুধীসমাজ ও স্থানীয় জনসাধারনের আয়োজনে মানববন্ধন, প্রতিবাদমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন," বিগত কমিটির সভাপতিকে ঘুষ প্রস্তাব দিয়ে প্রিন্সিপাল পদে নিয়োগ নিতে চাইলে সভাপতি রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে সভাপতি কে হয়রানি করেন। মামলা-হামলার ভয় দেখানোসহ প্রতিষ্ঠানের অর্থনৈতীক অব কাঠামো ধ্বংস করেছে। মাদরাসার আয় ব্যায় দেখার মিটিং দিলে অনুপস্থিত থাকেন। প্রতিষ্ঠানে অনিয়মিত অবস্থান করেন। কমিটির সদস্যদের অবমাননা, অর্থ আত্মসাৎ, শিক্ষকদের সাথে বৈষম্য মূলক আচরন, ক্ষমতা কুক্ষিগত করে রাখা সহ বিভিন্ন অসদাচরণের দায়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক, গ্রামবাসী, সুধীসমাজ ও স্থানীয় জনসাধারনসহসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন