রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

নতুনবাজারে শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা-ধাওয়া

ছবি: সংগৃহীত

রাজধানীর নতুন বাজার এলাকায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে ঘটনার সূত্রপাত হয়। 

এর আগে সরকারি চাকরিতে কোটা বাতিল, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার এক পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী রাস্তায় যান চলাচল আংশিকভাবে চলছে। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

অপর দিকে এই রকম আন্দোলনে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে রাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

মন্তব্য করুন