ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ১১:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

নলছিটিতে ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে একটি ইট ভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকার থ্রী স্টার ইটভাটার ম্যানেজার আব্দুর রহমানকে এ অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনে ১৪ ধারায় থ্রী স্টার ইটভাটার ম্যানেজারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন