
প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ
ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ মো. রাসেল তালুকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। আটককৃত রাসেল তালুকদার পৌরসভার সূর্যপাশা এলাকার ইউনুস তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, এক কেজি দুইশো গ্রাম গাঁজাসহ রাসেল তালুকদার নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন