
প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ
জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটর ও ১০টি ট্রাক ব্যাটারি জব্দ করা হয়। এ সময় এক ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান জানান, অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি অবৈধ খাদে অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, মাটি খেকোদের দৌরাত্ম্য এতটাই বেশি যে, দিনের বেলায় উপজেলা প্রশাসনের চত্বরেও তাদের সোর্স ঘোরাফেরা করে। প্রশাসনের কেউ মোবাইল কোর্ট পরিচালনায় বের হলে তারা আগেই সংবাদ পেয়ে যায়। এ কারণেই রাতের আঁধারে অভিযান চালানো হয়েছে।
তিনি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, এদের দৌরাত্ম্য রোধে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন