প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫, ০২:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

বেনাপোল স্থল বন্দর দিয়ে গত পাঁচ মাসে ২১ হাজার ৩৬০ টন চাল আমদানি

 

 

নিজস্ব প্রতিনিধিঃআনোয়ার হোসেন

বেনাপোল স্হল বন্দর দিয়ে ভারতথেকে চাল আমদানি বন্ধ করেছে বাংলাদেশ সরকার। তবে গত পাঁচ মাসে এই বেনাপোল স্হল বন্দর দিয়ে ২১ হাজার ৩৬০ টন চাল আমদানি হয়েছে। সর্বশেষ  গত ১৩ ই এপ্রিল রাত ৯টা ৩০মিঃ পর্যন্ত ২০০ টন চাল আমদানি হয়েছে।

দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে আমদানির সুযোগ দিয়েছিল সরকার। গত বছরের ১৭ই নভেম্বর ৯২ আমদানিকারক কে দুই লাখ ৭৩ হাজার টন সেদ্ধ এবং এক লাখ ১৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয়েছিল।

প্রথমে সরকার ঘোষিত আমদানির মেয়াদ শেষ হয় গত বছরের ২২ই ডিসেম্বর। আশানুরূপ চাল আমদানি না হওয়ায় পর পর ৪ দফা সময় বাড়ানো হয়। যার সবশেষ গত মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ করা হয়।

তবে যে চাল আমদানি হয়েছে তার মধ্যে মোটা চাল প্রতি টন ৩৯০-৪০০ মার্কিন ডলার, চিকন চাল প্রতি টন ৪৫০-৪৭০ ডলার মূল্যে আমদানি হয়। কাস্টমস কর্তৃপক্ষ শুল্কমুক্ত সুবিধায় এই চাল খালাস দেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন আর চাল আমদানি করতে পারবেন না ব্যবসায়ী গন।

আমদানিকারক আলাউদ্দিন জানান, সরকারি চুক্তি অনুযায়ী ১৫ই এপ্রিল চাল আমদানির শেষ সময় ছিল। আমার এখনো  ভারতের ওপারে এক হাজার টন চাল দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

আরেক চাল আমদানিকারক মো. মোশাররফ হোসেন জানান, বেনাপোল স্থলবন্দর থেকে আমদানিকৃত মোটা চাল প্রতি কেজি ৫৩ টাকা, চিকন চাল ৬৫-৭২ টাকা দরে পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে।

বেনাপোল স্হল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় মঙ্গলবার থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে গেছ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকবে।

বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ কামরুজ্জামান জানান, চাল আমদানির বর্ধিত চতুর্থ ধাপের সর্বশেষ সময় ছিল ১৫ই এপ্রিল পর্যন্ত। গত ৫ মাসে বেনাপোল স্হল বন্দর দিয়ে ২১ হাজার ৩৬০ চাল আমদানি হয়েছে।

মন্তব্য করুন