
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের নাগরপুরে ৫ দিনব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ এপ্রিল শনিবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মেলার শুভ উদ্বোধন করা হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বানিজ্য প্রতিমন্ত্রী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ আহসানুল ইসলাম টিটু।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধিগন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় হস্ত ও ক্ষুদ্র কুটির শিল্পের ৬০ টি স্টল রয়েছে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পণ্যগুলো ক্রয়-বিক্রয় করে আনন্দিত ক্রেতা এবং বিক্রেতারা, প্রতি বছর ধারাবাহিকভাবে মেলাটি আয়োজন করার দাবি করেন তারা।
হস্ত ও ক্ষুদ্র কুটির শিল্পের কারিগরদেরকে উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন মাননীয় বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মন্তব্য করুন