নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০৮:১২ পিএম

অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে গাঁজাসহ যুবক আটক

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা সহ এক যুবকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গাঁজাসহ পুলিশের হাতে আটক যুবকের নাম মো.নুর ইসলাম (৪২)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চর যাত্রাপুর গ্রামের রহম আলীর ছেলে। 

পুলিশ জানায়, ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারী ঝাড় এলাকা থেকে মাদকের একটি চালান কুড়িগ্রামে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী বাস স্ট্যান্ড এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয় পুলিশ। বিকেল সাড়ে তিনটা নাগাদ অটো গাড়ি যোগে নুর ইসলাম সেখানে আসলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে হাতেনাতে ৪ কেজি গাঁজা সহ তাকে আটক করে নাগেশ্বরী থানায় নিয়ে যায় পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার বলেন, আটক নুর ইসলাম একজন কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত। তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

 

মন্তব্য করুন