নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ০৯:১৬ পিএম

অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে মহিবুল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বুধবার। ভোটের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটারগণ। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা যত বাড়তে থাকে কেন্দ্রে কেন্দ্রে বারে ভোটার উপস্থিতি। উপজেলার ১৪৩ টি ভোট কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত  শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। 

ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই চেয়ারম্যান পদের প্রার্থী, কর্মী-সমর্থকদের মাঝে দেখা দেয় টানটান উত্তেজনা ও উৎকণ্ঠা। কে হবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চারদিকে চলতে থাকে নানান হিসাব নিকাশ। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটে সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষণার মধ্য দিয়ে। 

রাত সাড়ে ১১ টায় ঘোষিত হয় ফলাফল। এতে কাপ-পিরিচ প্রতীকে ৪৭ হাজার ৩৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন কেএম মহিবুল হক খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপেজলা চেয়ারম্যান মোস্তফা জামান মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৬১৬ ভোট।

মন্তব্য করুন