
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করার পর রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আতিয়ার (৬৮) হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মৃত্যু রিফাজ উদ্দীনের ছেলে।
শিশুটির বাবা জানান, ঈদের দিন দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে খেলা করছিলো। তখন আমার চাচা আতিয়ার রহমান বাড়িতে এসে তাকে মুরগির বাচ্চা দেখানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে তাকে বাড়ির পিছনে একটি ঝোপ-জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমার মেয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে কান্নাকাটি করতে থাকে, আমার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলে সে বিষয়টি জানায়।
আমার স্ত্রী আমার চাচার কাছে বিষয়টি সম্পর্কে জানতে গেলে সে ঘটনাটি চাপা দেয়া ও মিটমাটের কথা বলে। এরপর মনির শারিরীক অবস্থায় খারাপ হতে থাকায় তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হরিণাকুণ্ডুর থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান রুপালী বাংলাদেশকে জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই আসামিকে গ্রেপ্তার করে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন