লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪, ০৮:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

নানা আয়োজনে লাকসামে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

ছবি: রূপালী বাংলাদেশ

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার লাকসামে মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ রবিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ রাজনীতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
ওইদিন সকাল ১০টায় উপজেলা চত্তরে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগ ফুলেল শ্রদ্ধা জানান। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনি শীর্ষক আলোচনা সভা করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জাতীর জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের নানান আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউনুস ভূঁইয়া, পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম হিরা, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাখন, প্রচার সম্পাদক আনিছুর রহমান কাঞ্চন, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, এড. মাসুদ হাসান, আবদুল আজিজ, মুনছুর আলী মুন্সি, আবু সায়েদ বাচ্চু, দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মোঃ মনির হোসেন, মাহবুব মোর্শেদ ফারুক, আবু ইফসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ
সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মন্তব্য করুন