রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ০১:১৬ পিএম

অনলাইন সংস্করণ

নানিয়ারচরে নির্দলীয় লংগদুতে আ.লীগ চেয়ারম্যান নির্বাচিত

ছবি: রূপালী বাংলাদেশ

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার অনুষ্ঠিত নির্বাচনে রাঙামাটির নানিয়ারচরে নির্দলীয় একক স্বতন্ত্র প্রার্থী অমর জীবন চাকমা এবং লংগদু উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বেসরকারি ফলাফলে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।

এছাড়া নানিয়ারচর উপজেলায় ভাইস চেয়ারম্যান সুজিত তালুকদার ও ভাইস চেয়ারম্যান (নারী) অনিতা চাকমা এবং লংগদুতে ভাইস চেয়ারম্যান মো. রাকিব হোসেন ও ভাইস চেয়ারম্যান (নারী) ফাতেমা জিন্নাহ নির্বাচিত হয়েছেন।

দুই উপজেলাতেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান রিটানিং কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

মন্তব্য করুন