
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষরে মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী আয়োজন করা হবে ২০২৪ সালের অক্টোবর মাসে নির্ধারিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা আশাবাদী যে সঠিক সময়েই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারবে।
বাংলাদেশে আগামী ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরটি। যেখানে ১০টি দল ১৮ দিনে মোট ২৩টি ম্যাচ খেলবে বাংলাদেশের দুটি ভেন্যুতে: ঢাকা শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, বোর্ড নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইভেন্টটি আয়োজন করতে সক্ষম হবে। তিনি শনিবার (২৭ জুলাই) ক্রিকবাজকে যে কোনো জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘আজ (২৭ জুলাই) পর্যন্ত, আমি জানি আমরা পরিকল্পনা অনুযায়ী আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছি এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি’।
মন্তব্য করুন