
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমাগ্রাম থেকে আজ রোববার দুপুর ১ টায় তিনজন নির্মাণ শ্রমিকের লাশ নির্মাণাধীন সেপটি ট্যাংক থেকে উদ্ধার করা হয়। নিহতদের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
স্থানীয় লোকজন জানায়, গুটমা বাজারের নিকট আহাদ মিয়ার একটি ভবনে কাজ করতেন তারা। রোববার সকালে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের কাঠের মাচা খুলতে ট্যাংকের ভিতরে প্রবেশ করেন তারা তিনজন। পরে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান ভেতরে সবাই মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া জানান, সকালে তারা তিনজন সেপটিক ট্যাংকের মাচা খুলতে নামেন। পরে ট্যাংকের ভেতর সাড়া না পেয়ে দেখা যায় তারা মারা গেছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিভিন্ন গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা পরবর্তীতে বলা যাবে।
মন্তব্য করুন