মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ১২:৩২ এ এম

অনলাইন সংস্করণ

নিখোঁজের দুইদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

নিখোঁজের দুইদিন পর রেখা বেগম (২২) নামে গলায় ওড়না পেঁছানো এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নয়াবাগান এলাকার জঙ্গলে গাছের সাথে বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়।

রেখা বেগম অত্র ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে। পুলিশের ধারণা রেখাকে হত্যার পর জঙ্গলে এভাবে মরদেহ বেঁধে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বছরখানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার সঙ্গে রেখার বিয়ে হয়।

পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ। এরপর থেকে রেখা নিখোঁজ হয়।

শুক্রবার সকালে স্থানীয়রা গলায় ওড়না পেঁছানো অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে দুপুরের দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।


কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু জানান, প্রাথমিক অবস্থায় এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। রেখার সাবেক স্বামী রিয়াজকে আটক করলে প্রকৃত তথ্য জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন