
প্রকাশিত: ১৫ জুন, ২০২৪, ১১:৩৮ এ এম
অনলাইন সংস্করণ
টি-টুয়ান্টি বিশ্বকাপের গ্রুপ-ডি'র আজকের খেলায় নেপালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হলেও দক্ষিণ আফ্রিকা ১ রানে জয় ছিনিয়ে নিয়েছে। আইসিসি সহযোগী দলটির বিপক্ষে হারতে হারতে শেষ মুহূর্তে বেঁচে গেলো বিশ্বের অন্যতম দল দক্ষিণ আফ্রিকা।
অপরদিকে গতকাল বৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড এর ম্যাচ পরিত্যক্ত হওয়ায় যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠে গেছে। আর বিদায় নিয়েছে পাকিস্তান।
এবারের যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ চিরস্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের কাছে। কারণ টি-টোয়েন্টিতে বড় দল বলতে যে কিছুই নেই, যে কারও দিনে যে কেউ জিতে যেতে পারে, সেটা প্রমাণ হলো আরও একবার। এই যেমন আজ আইসিসি সহযোগী দেশ পুঁচকে নেপালের কাছে হারতে বসে শেষ মুহূর্তে মাত্র ১ রানে জিতলো। হেরেও যেতে পারতো আজ দক্ষিণ আফ্রিকার মত ক্রিকেট পরাশক্তিও।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে অ্যারোনেস ভেল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটে করা ১১৫ রানের জবাবে নেপাল ১১৪ রান তুলে ফেলেছিলো। শ্বাসরুদ্ধকর অবস্থায় শেষ পর্যন্ত মাত্র ১ রানে হারলো তারা।
মন্তব্য করুন