পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ০৪:৩২ পিএম

অনলাইন সংস্করণ

পটুয়াখালী তিন উপজেলায় চলছে ভোটগ্রহণ

ছবি: রূপালী বাংলাদেশ

ঘূর্ণিঝড়ের প্রভাবে স্থগিত হওয়া দেশের ১৯টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। আজ রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই ১৯টি উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন শেষ হবে। এর আগে চার ধাপে ভোটে সম্পন্ন করেছে ইলেকশন কমিশনার (ইসি) । গতকাল শনিবার দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পাঠায় জেলা নির্বাচন অফিস।

পটুয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার (মোটর সাইকেল) প্রতীক, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ কালাম মৃধা (কাপ-পিরিচ) প্রতীক, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান (আনারস) প্রতীক এবং সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৬৪৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪৯০ জন, হিজরা ৯ জন।

এছাড়াও মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী (কাপ- পিরিচ) প্রতীক, মো. আশ্রাফ আলী হাওলাার (আনারস) প্রতীক ও মো. জহিরুল ইসলাম (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৩ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৮ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৮৮৭ জন।

দুমকী উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ড. হারুন-অর- রশীদ হাওলাদার (মোটরসাইকেল) প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার (দেয়াত-কলম) প্রতীক, মাওলানা মো. হাম্মদ রুহুল আমিন (ঘোড়া) প্রতীক, কাওসার আমিন হাওলাদার (কাপ-পিরিচ) প্রতীক ও অ্যাডভোকেট মো. মেহেদী হাসান (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ উপজেলায় পাঁচটি ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ১৭০ জন ও মহিলা ভোটার ৩৫ হাজার ৫৮৫ জন।

আর এ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ও প্রশাসনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন বনে নিশ্চিত করেছেন, পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো.খান আবি শাহানূর খান।

 

মন্তব্য করুন