বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ০৮:০৭ পিএম

অনলাইন সংস্করণ

পশুর হাটে চাঁদাবাজি ও অতিরিক্ত খাজনা নিলে কঠোর ব্যবস্থা: ডিসি

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ায় কোরবানি পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম। 

রোববার (৯ জুন) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, কোরবানির পশুর হাট বিশৃঙ্খলা ও যানজট মুক্ত থাকবে। পশুর হাটে জাল টাকা ছড়িয়ে দেয়া হয়। এজন্য জাল টাকা সনাক্তকরণ মেশিনের ব্যবস্থা আছে। 

জেলা প্রশাসন কার্যালয়ের করতোয়া হলরুমে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আরও বলেন, পশুর হাটে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না। পশুর জন্য নির্ধারিত হাসিলের বেশি গ্রহণ বা অতিরিক্ত খাজনা নিলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট কঠোর ব্যবস্থা নেবেন। পশুর হাট কেন্দ্র করে যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকতে ইজারাদারদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

সভায় বগুড়ার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম বলেন, যানজট এড়াতে পুলিশ ও হাইওয়ে বিভাগকে সমন্বয় করে কাজ করতে হবে। পশুর হাটে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বিভাগ তৎপর আছে। এ সময় পকেটমারদের দৌরাত্ম ও অজ্ঞান পাটির তৎপরতা বেড়ে যায়। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হবে। তিনি জেলার সব সরকারি ও বেসরকারি ব্যাংক, বীমা, পোস্ট অফিসসহ যেখানে আর্থিক বিষয় থাকে সেই অফিসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।  

বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ডা. শফিউল আজম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক ড. আনিছুর রহমান, বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন