পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ০৪:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

পাইকগাছা জামানত হারাচ্ছেন ১১ প্রার্থী

ছবি: রূপালী বাংলাদেশ

সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার পাইকগাছায় ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় প্রার্থীদের জামানত হারাচ্ছেন এসব প্রার্থী। জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন চেয়ারম্যান পদে ৩, ভাইস-চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন। পাইকগাছা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৪ হাজার ১৯৭। এ উপজেলার ৬ প্রার্থীর মধ্যে আ’লীগের কৃষ্ণপদ মন্ডল এক হাজার ৪৯, স্বতন্ত্র মোঃ আছাদুল বিশ্বাস ৪৮০ এবং স ম শিবলী নোমানী রানা এক হাজার ৫৯৯ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। পাইকগাছায় ভাইস-চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৪ হাজার ৯৩। প্রার্থী ছিলেন নয়জন। এর মধ্যে এস এম হাবিবুর রহমান ৪ হাজার ২৭৮ ভোট, ফরহাদ হোসেন ফয়সাল ৮ হাজার ৫৯৫ ভোট, মিলন মোহন মন্ডল ৩ হাজার ২৮৫ ভোট, মোঃ বজলুর রহমান ৯ হাজার ৪৯১ ভোট, বাবুল শরীফ ৬ হাজার ৪৫৫ ভোট, মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ ৫ হাজার ৫৮৫ ভোট ও মোঃ সিরাজুল ইসলাম ১০ হাজার ৯ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৪ হাজার ৯১। প্রার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে ইয়াসমিন বুসরা ৬ হাজার ৪৭০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

মন্তব্য করুন