
প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
রোববার (১২ মে) সকাল ১১ টায় ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে ঢাকা বোর্ডের অধীনে ফলাফল পরিসংখ্যানের তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা চরটেকি মৌজা বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন। চরটেকি মৌজা বালিকা উচ্চবিদ্যালয়ের পাকুন্দিয়া উপজেলার চরটেকি মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে এবার মোট ৯ জন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। বিদ্যালয়টির ভারপাপ্ত প্রধান শিক্ষক হেলাল শতভাগ ফেলের বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে ১৯৯০ সালে পাঠ দানের স্বীকৃত পান। গত বছরে এসএসসি পরীক্ষায় ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলে ১১ জন পাস করে। বর্তমানে ঐ প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ১৫০ জন শিক্ষার্থীর বিপরীতে প্রধান শিক্ষক সহ মোট শিক্ষক রয়েছেন ১০ জন।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল বলেন, বর্তমানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাই শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে যাতে এমনটা না হয় সেজন্য আমরা সচেতন থাকবো।
পাকুন্দিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ওমর ফারুক শতভাগ ফেলের বিষয়ে বলেন, এসব স্কুলের বেতন বন্ধ হওয়া দরকার। শিক্ষকরা নিজেদের মতো করে প্রতিষ্ঠান চালায়। ছাত্র-ছাত্রীদের পাঠ দানের বিষয়ে তারা অমনোযোগী ।
মন্তব্য করুন