পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪, ০৯:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ইফতার

ছবি: রূপালী বাংলাদেশ

রমজান মাসে  পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ক গভীর করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাধ্যমিক শিক্ষকদের  কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন পাকুন্দিয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ  প্রাঙ্গণে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ উমর ফারুক ভূঁইয়া,  একাডেমিক সুপারভাইজার মোঃ শারফুল ইসলাম, এক্সিম ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক মোঃ আল-মামুন, পাকুন্দিয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পাকুন্দিয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অত্র সংগঠনের উপদেষ্টা আব্দুল হান্নান, আমজাত হোসেনসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, কর্মচারী  ও সংগঠনের সদস্যবৃন্দ।

পরিশেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি  কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।

মন্তব্য করুন