
প্রকাশিত: ৫ মে, ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
বরগুনার পাথরঘাটায় পৃথক দুটি অভিযানে ২৮০ কেজি অবৈধ হাঙ্গর মাছ ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ রবিবার ৫ মে সকালে পাথরঘাটা কোস্ট কার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করে বিএফডিসি ঘাট সংলগ্ন খালে এফবি মঞ্জু নামক মাছ ধরার ট্রলার থেকে ২৮০ কেজি নিষিদ্ধ হাঙ্গর মাছ জব্দ করে।
অন্য আরেক অভিযানে চরদুয়ানী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছয়রাবাদ খেয়াঘাট এলাকায় টুলু কাজির বাড়ীর পুকুর পাড়ের দক্ষিণ পশ্চিম কোনের ঝোপঝাড়ে বরফ জাত করে পুঁতে রাখা একটি কর্কশীট থেকে ৬০ কেজি হরিণের মাংস জব্দ করে। এ সময়ে তারা ৮ টি হরিণের পা উদ্ধার করে।
পাথরঘাটা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান বলেন, বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে হরিণের মাংস ও হাঙ্গর মাছ জব্দ করা হয়। কোস্টগার্ডে উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছ ও মাংস পাথরঘাটা ধ্বংস করার জন্য পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন