
প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
বরগুনার পাথরঘাটায় খালের পাশে রাখা জালে প্যাঁচানো অবস্থায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১২ জুন) দুপুরে উপজেলা সদরের মাঝের খালের পাড় থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে বলেশ্বর নদসংলগ্ন এলাকার বনে সাপটিকে অবমুক্ত করা হয়।
সাপ উদ্ধার করা স্থানীয় বাসিন্দা জাকির মুন্সি বলেন, রুহিতা মাঝের খালের পাড়ে নিষেধাজ্ঞার কারণে রাখা জেলেদের জালে প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা একটি অজগর সাপ দেখতে পায়। খবর পেয়ে আমি গিয়ে অজগরটি উদ্ধার করি। পরে বন বিভাগকে জানিয়ে মাঝের খালের বনে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা রেঞ্জের টেংরা বিট কর্মকর্তা জিয়া ইসলাম বলেন, অজগর সাপটি স্থানীয় জাকির মুন্সি উদ্ধার করে। পরে সাপটি সে বনে অবমুক্ত করেছে।
মন্তব্য করুন