পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ০৫:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

পাবনায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

পাবনায় হিট স্ট্রোকে সুকুমার দাস নামের (৫৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের রুপকথা রোডে একটি দোকানে বসে চা পানরত অবস্থায় স্ট্রোক করেন। সুকুমার দাস শহরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা ছিলেন। তার বাবা প্রয়াত পূর্ণ চন্দ্র দাস।  

স্থানীয়রা জানান, সুকুমার দাস দুুপরে একটি চাস্টলে গিয়ে চা পান করছিলেন। এ সময় তিনি হঠাৎই অজ্ঞান হয়ে যান। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলাম ওই ব্যক্তির  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুকুমার দাস হিট স্ট্রোকে মারা গেছেন কিনা চিকিৎসকরা নিশ্চিত হতে পারেননি। কারণ হিট স্টোক হয় গরমে থাকলে। তিনি ছিলেন একটি দোকানে। এ সময় তিনি চা পান করছিলেন। তাকে হাসপাতালে আনার আগেই তিন মারা যান। তার মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।  

উল্লেখ্য, চলতি সপ্তাহ ধরে পাবনায় প্রচণ্ড দাবদাহ বইছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রী বা তার আশেপাশে ঘোরাফিরা করছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্র জানায়, শনিবার (২০ এপ্রিল) বেলা তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ছিল ৩৯ ডিগ্রী সে. তাপমাত্রা, বুধবার বুধবার (১৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১৬ এপ্রিল) ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, তার আগেরদিন সোমবার (১৫ এপ্রিল) ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ১৪-১৫ তে ঘোরা ফেরা করছে। আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে।

মন্তব্য করুন