প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০২:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

পারভেজ হত্যার বিচারের দাবিতে নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টায় নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর নজিপুর পৌর শহরের ধামইরহাট রোড প্রদক্ষিণ করে। পরে কলেজ গেটের সামনে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন- উপজেলা ছাত্র দলের নেতা রুবেল বিশ্বাস,  রাকিবুল হাসান, জোবাইর রহমান, কলেজ ছাত্র দলের নেতা আবু হোরাইয়া বিল্লা, আকাশ প্রমুখ। 

বক্তারা বলেন, 'পারভেজ হত্যার চিহ্নিত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে এমন ঘটনা ঘটাতে সাহস পাবে না আর কেউ।' 

মন্তব্য করুন