প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ১২:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে শেরপুরের   শ্রীবরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

 

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি:

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও জুলাই সনদের আইন ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচার দাবিতে শেরপুরের শ্রীবরদীতে গণ মিছিল ও সমাবেশ করেছে ইসলাম আন্দোল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে একটি গণ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শ্রীবরদী মধ্য বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মামুনুর রশিদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি খন্দকার মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন। এসময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ কমীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন