
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪, ১১:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
বগুড়ায় পুকুরে মাছ ধরতে নেমে নিখোঁজ মোস্তফা সরকার (৭০) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। কাহালু উপজেলার বড়মহর উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়।
শুক্রবার (১৫ মার্চ) কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল আলম জানান, পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যুর ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বড়মহর উচ্চ বিদ্যালয়ের পাশের বড় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, অক্সিজেনের অভাবে পুকুরে মাছ মরে ভেসে উঠছিল। বুধবার সন্ধ্যায় ওই পুকুরে মাছ ধরতে যান বৃদ্ধ মোস্তফা। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা তাকে খুঁজতে বের হয়ে স্কুলের পাশের পুকুরপাড়ে গিয়ে বৃদ্ধের পায়ের জুতা পড়ে থাকতে দেখেন। বৃদ্ধ মাছ ধরতে পুকুরে নেমে পানিতে ডুবে গেছেন বলে ধারণা করা হয়। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টার চেষ্টা পরও বৃদ্ধের লাশ উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।
মন্তব্য করুন