বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৪:২৭ এ এম

অনলাইন সংস্করণ

পুত্র সন্তানের বাবা হলেন ‘হাবু ভাই’

ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় অভিনেতা চাষি আলম ওরফে ‘হাবু ভাই’ বাবা হয়েছেন। বুধবার (১০ জুলাই) রাতে তার স্ত্রী ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। পুত্র সন্তান জন্মের খবরটি  নিশ্চিত করেছেন চাষি আলম।

তিনি বলেন, `গত রাতে একটি হাসপাতালে আমরা স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা।

চাষি আলম জানান, `এই নামের অর্থ ফেরেশতাদের আলো। তবে আকিকা করে নাম চূড়ান্ত করা হবে। তিনি বলেন, মা ও ছেলের পাশাপাশি ওদের বাবাও অনেক ভালো আছে। হাসপাতাল থেকে শিগগিরই বাসা যেতে পারবো।

গত বছরের ২৫ আগস্ট পারিবারিকভাবে ধুমধাম আয়োজনে বিয়ে করেন চাষি আলম। তার স্ত্রীর নাম তুলতুল। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুলভাবে আলোচনায় আসেন চাষি আলম। এই নাটকের বোকাসোকা চরিত্র ‘হাবু ভাই’ নামে তিনি সবার কাছে পরিচিত।

মন্তব্য করুন